বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নয়া কমিটি -কবির সভাপতি,নাঈমকে সাধারণ সম্পাদক
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী আলমগীর কবিরকে সভাপতি এবং মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী নাঈম ইসলাম ইরফানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় সংগঠনটির আহবায়ক হাসান আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো; সহ-সভাপতি মো. ফেরদৌস আলম ও সাহজাহান আলী, যুগ্ম-সম্পাদক আব্দুলাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন নাহিয়ান ও শামীম উসমান, অর্থ সম্পাদক আসাদুলাহ ইসলাম রনি ও দপ্তর সম্পাদক মতিউলাহ মিজবাহ নাবিল।
নতুন কমিটির সভাপতি আলমগীর কবির বলেন, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষে কাজ করাই আমার মূল টার্গেট হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মৌলিক দাবিগুলো পূরণের জন্য কাজ করতে চাই।